বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত শুরু টাইগারদের
- আপডেট সময় : ০২:১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় টাইগাররা। সগরিকায় এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগাররা। প্রথম তিন ওভারে করেন ৩২ রান। তবে চতুর্থ ওভার করতে আসা আদিল রশিদ ভাজ্ঞে এ জুটি। এরপর ৫ম ওভারে আর্চারের বলে ফেরেন লিটনও।
১৫৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগার দুই ওপেনার। প্রথম ওভারেই তুলেন ১০ রান। এ দুই ব্যাটর মিলে গড়েন ৩২ রান। তবে সে ধারাটা ধরে রাখতে পারেনি টাইগাররা। বিদায় নিয়েছেন দুই ওপেনারই। পেসারদের খুব ভালোভাবে সমাল দিলেও চতুর্থ ওভার করতে আসা লেগ স্পিনার আদিল রশিদে বলে ভাঙে এ জুটি। প্রায় ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে চারটি চারে ১৪ বলে ২১ রান করে আউট হন রনি।
কিন্তু লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩.৩ ওভারে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
অপরদিকে রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন ওপেনার লিটন দাসও। জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন এই টাইগার উইকেটরক্ষক। দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে সাকিবের দল। নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয় অপরাজিত থেকে ব্যাট করছেন উইকে

























