বিএনপি পাকিস্তানি বাহিনীর চেয়েও নৃশংস: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও নৃশংস বলে মন্তব্য করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, পাকিস্তানিরা গুলি করে মারত, আর তারা আগুনে পুড়িয়ে মানুষ মারছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধ-হরতালে পেট্রোলবোমা হামলায় আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ২০১৪-১৫ সালের মতো, একই কায়দায় হামলা চালাচ্ছে। অমানবিক, অমানষিক ও নৃশংস এসব হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের বর্বরতা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে থাকা বেশিরভাগ রোগী সাধারণ নাগরিক। তাদের কেউ বাসচালক, বাসের হেলপার, রিকশাচালক বা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের কী অপরাধ?
বিএনপিকে হানাদার বাহিনীর চেয়েও নৃশংস উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা পাকিস্তানি বাহিনীর থেকেও নৃশংস। হানাদাররা গুলি করে মানুষ মারত। আর বিএনপি আরও নৃশংস পথ বেছে নিয়েছে। তারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে।
বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিক চাওয়া-পাওয়ার জন্য তারা সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। তাদের নেত্রী দুর্নীতির দায়ে জেলে আছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন পলাতক অবস্থায় বিদেশে আছেন। তাদের আন্দোলন তাদের নেত্রীকে জেল থেকে ছাড়ানো। এর জন্য তারা সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।
এ সময় অগ্নিসন্ত্রাসে আহত সবার চিকিৎসা ব্যয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে জানিয়ে তাদের জন্য সব করা হচ্ছে ও হবে বলে জানান ড. হাছান মাহমুদ। সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও আহতদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে তথ্যমন্ত্রী বার্ন ইনস্টিটিউটের ওয়ার্ড পরিদর্শন করেন। হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের সাথে দেখা করে তাদের শরীরের খোঁজখবর নেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।