বিএনপি নেতা মিলনের মুক্তির দাবিতে কেশরহাটে বিক্ষোভ ও পথসভা
- আপডেট সময় : ০৮:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি শফিকুল হক মিলনের মুক্তির দাবিতে আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
কেশরহাট পৌর বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনির পাশে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেশরহাট পৌর বিএনপির সহসভাপতি মকবুল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ দুলাল, যুবদলের আহবায়ক শাহিন আলম, তোফায়েল আহম্মেদ ও উমর ফারুক।
এছাড়াও পৌর কৃষকদলের আহবায়ক আবদুর রহিম সোনার, শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক নাদিম সাফা, কাজল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন এবং মৎস্যজীবি দলের সভাপতি মেহেদি হাসান ও রুবেল হোসেন প্রমুখ।