বিএনপিকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশের পরামর্শ পুলিশের

- আপডেট সময় : ১১:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ‘মহাসমাবেশ’ করতে বিএনপি নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চাইলেও তাদের গোলাপবাগ মাঠে যাওয়ার পরামর্শ দিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আগামীকাল (বৃহস্পতিবার) রাজধানীতে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিএনপি নেতাদের ফোনে বিষয়টি জানানো হয়েছে। তাদের লাপবাগ মাঠ দেখতে যেতে বলা হয়েছে। যানজটের কারণে জনদুর্ভোগ বিবেচনায় নয়াপল্টনে এবং ‘হাইকোর্টের অবজারভেশন’ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না।
গত ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘মনে রাখতে হবে, আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি। এখন বক্তব্য নয়। এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক-শেখ হাসিনার পদত্যাগ। এক দফা যদি না মানে, তাহলে ফয়সালা হবে রাজপথে।’
গত বছরের ১০ ডিসেম্বরও গোলাপবাগে গণসমাবেশ করেছিল বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপি। পুলিশ নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি না দিয়ে সোহরাওয়ার্দী মাঠ দেয়। কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর শেষে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছিল দলটি।