‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসালেন সালমান!
- আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
‘বার্বি’ নিয়ে উন্মাদনার শেষ নেই। তারকাদের মাঝেও এই প্রবণতা দেখা গেছে। বলিউডের একাধিক তারকা মেতেছেন ‘বার্বি’র ফ্যাশনে। এবার এই তালিকায় নাম উঠল সালমান খানের। ভাইয়ের জন্মদিনে তিনি ধরা দিয়েছেন ‘বার্বি’র ফ্যাশনে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শুক্রবার (৪ আগস্ট) ছিল সালমানের ভাই আরবাজ খানের জন্মদিন। এদিন রাতে বান্দ্রায় আরবাজের বাড়িতে করা হয়েছিল তার জন্মদিন উদযাপনের আয়োজন। সেখানেই সালমানকে দেখা গেছে ‘বার্বি’ট্রেন্ডে গা ভাসাতে।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সালমানের বেশকিছু ছবি। সেখানে দেখা গেছে, সালমান কালো রঙের টিশার্টের ওপর চাপিয়েছেন ধূসর রঙের শার্ট। তবে সেসব ছাপিয়ে গেছে তার গোলাপি রঙের প্যান্ট। প্রিয় তারকাকে এমন রঙের প্যান্টে দেখে অনুরাগীরা ভাবছেন, ভাইজানও ‘বার্বি’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
একজন লিখেছেন, “ভাইজান এটা ‘বার্বি’ অনুপ্রাণিত প্যান্ট নাকি? আমি তো অবাক।” অন্য এক নেটিজেন লেখেন, ‘সে একা বার্বি ওপেনহাইমারকে প্রচার করছে’। কেউ মন্তব্য করেছেন, ‘সালমানও ‘বার্বি’ চ্যালেঞ্জ করছে।’
সালমান বর্তমানে ব্যস্ত আছেন বিগ বস শোয়ের সঞ্চালনা নিয়ে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘টাইগার থ্রি’ ছবিটি। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।