ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ (শুক্রবার) ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে নিষেধাজ্ঞা ও জরিমানার এই তথ্য জানানো হয়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফিফার ২০২০ সালের ‘কোড অফ এথিকস’র ১৩, ১৫ ও ২৪ নং নিয়ম ভঙ্গ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

আবু নাঈম সোহাগকে শাস্তির বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। ইতিমধ্যে চিঠির অনুলিপি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি) পাঠানো হয়েছে।

এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ফিফার সদরদপ্তর জুরিখে যান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে ভুল কাগজপত্র দেখিয়েছেন।

উল্লেখ্য, আবু নাঈম সোহাগ ম্যানেজার কম্পিটিশনস ( ক্লাব এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে ২০০৫ সালে বাফুফেতে যোগদান করেন। ২০১১ সালের মে মাসে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মারা গেলে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে। প্রায় দেড় বছর পর দুই বছরের জন্য সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয় সোহাগকে। এরপর বিভিন্ন সময়ে তার মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ২০২১ সালের জুনে তাকে আবারও দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

আপডেট সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি সোহাগকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ (শুক্রবার) ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে নিষেধাজ্ঞা ও জরিমানার এই তথ্য জানানো হয়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফিফার ২০২০ সালের ‘কোড অফ এথিকস’র ১৩, ১৫ ও ২৪ নং নিয়ম ভঙ্গ করেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

আবু নাঈম সোহাগকে শাস্তির বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। ইতিমধ্যে চিঠির অনুলিপি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি) পাঠানো হয়েছে।

এদিকে আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ফিফার সদরদপ্তর জুরিখে যান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। তার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে ভুল কাগজপত্র দেখিয়েছেন।

উল্লেখ্য, আবু নাঈম সোহাগ ম্যানেজার কম্পিটিশনস ( ক্লাব এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে ২০০৫ সালে বাফুফেতে যোগদান করেন। ২০১১ সালের মে মাসে বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মারা গেলে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে। প্রায় দেড় বছর পর দুই বছরের জন্য সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয় সোহাগকে। এরপর বিভিন্ন সময়ে তার মেয়াদ বাড়ানো হয়। সবশেষ ২০২১ সালের জুনে তাকে আবারও দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।