ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আগুনে পোড়া ক্ষত নিয়ে শহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রানী আফরোজ (২৫) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে।
অভিযোগে সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী আফরোজ নিজ বাড়ির শয়ন কক্ষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুনের তাপ লেগে ঘুম ভেঙে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় স্বামী-স্ত্রীর শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা পুড়িয়ে মারার উদ্দেশ্য শয়ন কক্ষের পেছনে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে তাদের ফেলে যাওয়া বোতলে পেট্রেলের গন্ধ পাওয়া গেছে। পেট্রোল ছিটানোর পর আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, খবর পেয়ে রাতে শহিদুল ইসলামের বাড়িতে গিয়েছিলাম। তাদের হত্যার উদ্দেশ্য কাজটি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঘা থানার তদন্ত ওসি আব্দুল করিম বলেন, এ বিষয়ে শহিদুল ইসলাম বাদি হয়ে লিখিত অভিযোগ করেন। কারা এর সাথে জড়িত, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

আপডেট সময় : ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩

রাজশাহীর বাঘায় বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আগুনে পোড়া ক্ষত নিয়ে শহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রানী আফরোজ (২৫) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে।
অভিযোগে সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী আফরোজ নিজ বাড়ির শয়ন কক্ষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুনের তাপ লেগে ঘুম ভেঙে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় স্বামী-স্ত্রীর শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা পুড়িয়ে মারার উদ্দেশ্য শয়ন কক্ষের পেছনে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে তাদের ফেলে যাওয়া বোতলে পেট্রেলের গন্ধ পাওয়া গেছে। পেট্রোল ছিটানোর পর আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, খবর পেয়ে রাতে শহিদুল ইসলামের বাড়িতে গিয়েছিলাম। তাদের হত্যার উদ্দেশ্য কাজটি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঘা থানার তদন্ত ওসি আব্দুল করিম বলেন, এ বিষয়ে শহিদুল ইসলাম বাদি হয়ে লিখিত অভিযোগ করেন। কারা এর সাথে জড়িত, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।