• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন

বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নাজিম হাসান,নিজস্ব প্রতিবেদকঃ / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব কার্যালয়ে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইফতারের আগে মহুর্তে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক ইউসুফ আলী সরকার, মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান, নাজিম হাসান, আবু বাক্কার সুজন, শামীম রেজা, নূর কুতুবুল আলম, আকবর আলী, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম আব্দুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ