বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ে ১২৭ প্রধান শিক্ষকের পদ শূন্য

- আপডেট সময় : ১২:০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা উপজেলায় ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৭টিতে প্রধান শিক্ষক নেই। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের কাজসহ পাঠদান। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় সহকারি শিক্ষকের ১০৭৬টি পদ থাকলেও কর্মরত রয়েছেন ১০৪৩ জন। কর্মরত সহকারি শিক্ষকদের ৭০% রয়েছেন নারী শিক্ষক। এসব নারী শিক্ষকদের মধ্যে অনেকেই রয়েছেন প্রসূতিকালিন ছুটিতে। ফলে শিক্ষক শূন্যতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার কারণে এখানে পাঠদান কিছুটা ব্যাহত হতে পারে। আবার প্রতি মাসে মাসে বেশ কয়েকজন প্রধান শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ফলে প্রধান শিক্ষকের শূন্যতা আরো বেড়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের শূন্যতার বিষয়ে শিক্ষা অফিসারকে তাগাদা দিয়েছি। অতি দুর্বল স্কুলগুলোর প্রতি আমরা খেয়াল রাখছি। এছাড়া সকল স্কুলে যাতে যথাযত ভাবে পাঠদান চলমান থাকে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।