ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ব্রিটেন দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে সম্মত

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ব্রিটেন পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার মধ্যে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঐকমত্য হয়।

ফরেন-কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রধান অর্থনীতিবিদ এ বিষয়ে আগামী মাসে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃটিশ হাইকমিশনার স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণের পর ব্রিটিশ বাজারে বাংলাদেশি পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে তোফাজ্জল হোসেনকে সহযোগিতার আশ্বাস দেন।

বিকেল ৩টা থেকে এক ঘণ্টা স্থায়ী বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সুবিধার্থে দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে নতুন দিগন্ত অনুসন্ধানে সম্মত হয়।

রোহিঙ্গা ইস্যু সম্পর্কে কুক বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়া।

তিনি নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে তোফাজ্জল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের ভিত্তি রচিত হয়েছিল।

তিনি বলেন, সে সম্পর্ক এখন একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং তা আগামী দিনে আরও জোরদার করা হবে।

তারা উভয়েই অভিবাসীদের অপরাধের বিষয়েও আলোচনা করেন এবং অবৈধ অভিবাসন রোধে একে অপরকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেন।

বৈঠকে জলবায়ু ও জ্বালানি ইস্যু নিয়েও আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ব্রিটেন দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে সম্মত

আপডেট সময় : ০৬:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বাংলাদেশ ও ব্রিটেন পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার মধ্যে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঐকমত্য হয়।

ফরেন-কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রধান অর্থনীতিবিদ এ বিষয়ে আগামী মাসে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃটিশ হাইকমিশনার স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণের পর ব্রিটিশ বাজারে বাংলাদেশি পণ্যের কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে তোফাজ্জল হোসেনকে সহযোগিতার আশ্বাস দেন।

বিকেল ৩টা থেকে এক ঘণ্টা স্থায়ী বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সুবিধার্থে দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে নতুন দিগন্ত অনুসন্ধানে সম্মত হয়।

রোহিঙ্গা ইস্যু সম্পর্কে কুক বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়া।

তিনি নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে তোফাজ্জল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের ভিত্তি রচিত হয়েছিল।

তিনি বলেন, সে সম্পর্ক এখন একটি কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে এবং তা আগামী দিনে আরও জোরদার করা হবে।

তারা উভয়েই অভিবাসীদের অপরাধের বিষয়েও আলোচনা করেন এবং অবৈধ অভিবাসন রোধে একে অপরকে সাহায্য করার ইচ্ছা পোষণ করেন।

বৈঠকে জলবায়ু ও জ্বালানি ইস্যু নিয়েও আলোচনা হয়।