বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই: ভারতের পররাষ্ট্র সচিব
- আপডেট সময় : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
এর আগে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের এই সচিব।
বৈঠকের বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, বৈঠকে দুই দেশের মিশনের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি।
ক্ষমতার পালাবদলের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঢাকায় সফরে আসেন বিক্রম মিশ্রি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে যে শীতলতা বিরাজ করছে তা কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।