বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে নামবে ভারত, দল ঘোষণা
- আপডেট সময় : ০৫:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
সম্প্রতি পাকিস্তানকে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর টাইগারদের নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কারণ টাইগারদের আগামী সিরিজ ভারতের বিপক্ষেই। আর তাই এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পূর্ণ শক্তি নিয়েই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা। ১৬ জনের এই দলে সুযোগ পেয়েছেন আকাশ দ্বীপ। সেই সঙ্গে ফিরেছেন ঋষভ পান্তও।
পান্ত শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। মিরপুরে ছিল সেই ম্যাচ। যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পান্ত। আবারও বাংলাদেশের বিপক্ষেই। মাঝখানে যদিও ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তার আগে আইপিএলেও খেলতে দেখা যায় তাকে। তবে সেসব ছিল সাদা বলের ম্যাচ। এবার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পান্তের।
দলীপ ট্রফির মধ্যেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করে বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সাওয়াল। তিন নম্বরে খেলতে পারেন শুভমান গিল। দলে ফিরেছেন বিরাট কোহলি। সঙ্গে জায়গা পেলেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়স আয়ারকে নেয়া হয়নি। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে।
ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।