সংবাদ শিরোনাম ::
বরিশালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ১২৪

দেশের আওয়াজ ডেস্ক :
- আপডেট সময় : ০১:০০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১২৪ জন। বিভাগের সাত মৃতের পাঁচজনই বরগুনার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত ২,৪৮৬ জন। বরগুনায়ই আক্রান্ত ১,৫৫২ জন—যা মোটের ৬০ শতাংশের বেশি। বর্তমানে বিভাগে ৩২৪ জন চিকিৎসাধীন, এর মধ্যে ১৯৩ জন বরগুনায়।
বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট। ৫৪ পদের বিপরীতে কর্মরত ১৮ জন। রোগীর চাপে চিকিৎসা সেবা ব্যাহত। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে ২ চিকিৎসক পদায়ন করা হয়েছে, আরও দুজন আসছেন।
স্বাস্থ্য বিভাগের জরুরি সভায় জানানো হয়, বরগুনায় ডেঙ্গু বিস্তারের কারণ পরিষ্কার নয়, তবে অপরিচ্ছন্নতা, জলাবদ্ধতা ও জনসচেতনতার অভাবকে দায়ী করা হচ্ছে।