ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

” বন্ধু আমারা ” সংগঠনের বন্ধুরাবন্ধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলার কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয়ে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বন্ধু আমরা” সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা জাহান নীরু, মাহফুজুল ইসলাম লিটন, খালেদা হোসেন, মনিরুল হক লেলিন, সাবিনা ইয়াসমিন শীলা, আরিফ ইথার, মিজানুর রহমান রিপন, সালেহ ইমাম জনি, মোকশেদ আল হাদী রনি । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন। । এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাবুল ইসলাম, সৌমিক ডুমরী, সবিতা রানী, নিরঞ্জন কুজুর, ভবেস লাকড়া, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃ ২০৪ জন শীতার্ত বয়োজ্যৈষ্ঠ জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

” বন্ধু আমারা ” সংগঠনের বন্ধুরাবন্ধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১২:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলার কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয়ে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বন্ধু আমরা” সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা জাহান নীরু, মাহফুজুল ইসলাম লিটন, খালেদা হোসেন, মনিরুল হক লেলিন, সাবিনা ইয়াসমিন শীলা, আরিফ ইথার, মিজানুর রহমান রিপন, সালেহ ইমাম জনি, মোকশেদ আল হাদী রনি । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন। । এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাবুল ইসলাম, সৌমিক ডুমরী, সবিতা রানী, নিরঞ্জন কুজুর, ভবেস লাকড়া, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃ ২০৪ জন শীতার্ত বয়োজ্যৈষ্ঠ জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা।