সংবাদ শিরোনাম ::
বনানী ক্লাবে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপির ৫৪ নেতাকর্মী আটক
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী ক্লাবে গোপন বৈঠক করার সময় বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২০ মার্চ) সকালে এই তথ্য জানিয়েছেন বনানী থানার ডিউটি অফিসার এসআই সিদ্দিক।
তিনি জানান, গতকাল রাতে বনানী ক্লাবে গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে রাত একটার দিকে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে ৫৪ জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতৃবৃন্দ বনানী ক্লাবে গোপন বৈঠক করছে বলে খবর আসে পুলিশের কাছে। পরে ক্লাবটিতে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে বনানী থানায় রাষ্ট্রবিরোধী পরিকল্পনার মামলার প্রস্তুতি চলছে।