বজ্রপাতে মাঠেই ফুটবলারের মৃত্যু, আহত ৫
- আপডেট সময় : ০৩:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
বৈরি আবহাওয়া- বিশেষ করে বৃষতির সময় ক্রিকেটসহ আরও কিছু খেলা যায় না। তবে বৃষ্টির মাঝেই ফুটবল খেলার নজির আছে অনেক। কিন্তু বৃষ্টির সময় যদি বজ্রপাতও হয় তাহলে বিপদের আশঙ্কা থাকে। তেমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে এবার যাতে বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ফুটবলার।
লাতিন আমেরিকার দেশ পেরুতে ঘটেছে এমন এক ঘটনা। স্থানীয় একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৫ জন।
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর ছিলকা জেলার হুয়ানকায়ো শহরে জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার নামক দুই ক্লাবের খেলা চলছিল। ম্যাচের ২২ মিনিটে ২-০ গোলে এগিয়ে ছিল বেয়াভিস্তা।
এ সময় প্রবল বজ্রপাতের শব্দে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন রেফারি। রেফারি খেলা বন্ধ করার পর ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন দুই দলের ফূটবলাররা। এ সময় বজ্রপাত হলে হোসে হুগো দে লা ক্রুজ নামে এক ফুটবলারের মৃত্যু হয়। এ সময় আরও পাঁচ ফুটবলার আহত হন।
বজ্রাহত হওয়ার পর তাদেরকে হাসপাতালে নেয়া হলেও দে লা ক্রুজকে বাচানো যায়নি। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সেখানকার স্থানীয় পুলিশকর্তা সিজার রামোস জানিয়েছেন, নিহত ফুটবলার হাতে একটি ধাতব বালা পরেছিলেন। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।