ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বছরের প্রথম দিনে বই পেয়ে উল্লসিত বয়ড়া ছালাকান্দি স্কুলের শিক্ষার্থীরা

আরিফ রববানী,ময়মনসিংহ:
  • আপডেট সময় : ১১:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

নতুন বছরের প্রথম দিনই উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিশুদের উল্লাসের সঙ্গে বেজায় খুশি অভিভাবক এবং শিক্ষকরাও।

বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টার দিকে নগরীর বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দীন।

এ সময় সহকারী পরিচালক তাহমিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, কেবি ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেরিনা সুলতানা, বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জালাল উদ্দীন বলেন,`বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটা অভূতপূর্ব সাফল্য। এটা শিশুদের জন্য যেমন আনন্দের,তেমনি আগ্রহেরও বটে।

বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রথম শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সবার হাতেই নতুন বই। একাধিক রঙের ও আকর্ষণীয় মলাটে বই পেয়ে খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে স্কুলের মাঠে। অনেকেই আবার বই উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে।

ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী বলে,‌‌ মায়ের হাত ধরে খালি হাতে স্কুলে এসেছি। নতুন বই হাতে বাড়ি ফিরব। `

ফারজানা নামে ওই স্কুলের আরেক শিক্ষার্থী বলে,‌ ‘আজকে আমাদের বই দিয়েছে স্যাররা। কোনো ক্লাস হবে না, ক্লাস হবে আগামীকাল। ’

তাইজুল ইসলাম নামে নামে এক অভিভাবক বলেন,‌ ‘বছরের শুরুতে মেয়েকে স্কুলে নিয়ে এসেই বই পেয়েছি। মেয়ে এবং আমরা অভিভাবকরাও খুশি। `

এদিকে বই বিতরণ উপলক্ষে বয়ড়া ছালাকান্দি সরকারি বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলেই আলাদা আমেজ বিরাজ করছিলো।

স্কুলে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবে নতুন মাত্রা যোগ করেছে শিক্ষার্থীদের নানা পরিবেশনা। মঞ্চে ছাত্রদের গান আর স্কুলের মাঠে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে হাত উচিঁয়ে শিক্ষার্থীরা জানান দিচ্ছে তাদের আনন্দের কথা। এসময় শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রদের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় সুর মেলান।

পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ও বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান উপ-পরিচালক জালাল উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বছরের প্রথম দিনে বই পেয়ে উল্লসিত বয়ড়া ছালাকান্দি স্কুলের শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নতুন বছরের প্রথম দিনই উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিশুদের উল্লাসের সঙ্গে বেজায় খুশি অভিভাবক এবং শিক্ষকরাও।

বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টার দিকে নগরীর বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দীন।

এ সময় সহকারী পরিচালক তাহমিনা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, কেবি ক্লাস্টারের দায়িত্ব প্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেরিনা সুলতানা, বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরা এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।
উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জালাল উদ্দীন বলেন,`বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটা অভূতপূর্ব সাফল্য। এটা শিশুদের জন্য যেমন আনন্দের,তেমনি আগ্রহেরও বটে।

বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রথম শ্রেণি থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সবার হাতেই নতুন বই। একাধিক রঙের ও আকর্ষণীয় মলাটে বই পেয়ে খুশিতে নেচে গেয়ে বেড়াচ্ছে স্কুলের মাঠে। অনেকেই আবার বই উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে।

ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী বলে,‌‌ মায়ের হাত ধরে খালি হাতে স্কুলে এসেছি। নতুন বই হাতে বাড়ি ফিরব। `

ফারজানা নামে ওই স্কুলের আরেক শিক্ষার্থী বলে,‌ ‘আজকে আমাদের বই দিয়েছে স্যাররা। কোনো ক্লাস হবে না, ক্লাস হবে আগামীকাল। ’

তাইজুল ইসলাম নামে নামে এক অভিভাবক বলেন,‌ ‘বছরের শুরুতে মেয়েকে স্কুলে নিয়ে এসেই বই পেয়েছি। মেয়ে এবং আমরা অভিভাবকরাও খুশি। `

এদিকে বই বিতরণ উপলক্ষে বয়ড়া ছালাকান্দি সরকারি বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলেই আলাদা আমেজ বিরাজ করছিলো।

স্কুলে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবে নতুন মাত্রা যোগ করেছে শিক্ষার্থীদের নানা পরিবেশনা। মঞ্চে ছাত্রদের গান আর স্কুলের মাঠে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে হাত উচিঁয়ে শিক্ষার্থীরা জানান দিচ্ছে তাদের আনন্দের কথা। এসময় শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রদের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় সুর মেলান।

পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ও বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান উপ-পরিচালক জালাল উদ্দীন।