বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
- আপডেট সময় : ০৯:২৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
বগুড়ায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় শামিমা খাতুন স্মৃতি (৩৫) ও ভরত চন্দ্র বর্মন (২৬) নামের দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) সকালে ও শুক্রবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মন মারা যায়। নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দের ছেলে।
মোটরসাইকেলে পিছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্র মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাত ৮ টার দিকে বগুড়া শহরতলীর মানিকচক এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যান শামিমা বেগম স্মৃতি (৩৫) নামের এক নারী। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার এনামুল হকের ছেলে।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী জানান, শামিমা বেগম তার ফুপাতো ভাই এর সাথে মটর সাইকেল যোগে গাবতলী থেকে বাবার বাড়ি বগুড়া সদরের ধাওয়া গ্রামে যাচ্ছিলেন। মানিকচক এলাকায় স্প্রিড ব্রেকারে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান।