ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বিভাগের পুলিশ কমিশনারসহ ৫ এসপিকে প্রত্যাহারের নির্দেশ দুর্নীতিবিরোধী সম্মেলনে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ, যোগ দিচ্ছে বাংলাদেশ পেঁয়াজের বাজার অস্তির, রাতে ৮০ সকালে ১৬০ টাকা জাপা মহাসচিবের প্রার্থিতা বাতিল চেয়ে নৌকার প্রার্থীর আবেদন ‘আগামীতে রক্তপাত, গৃহযুদ্ধ হলে দায় আওয়ামী লীগের’ ১০ ডিসেম্বর কোথায় মানববন্ধন করবে, জানাল বিএনপি অযৌক্তিক রাজনৈতিক চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি আপিলকারীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি ত্রিশালকে একটি মডেল এলাকা হিসাবে গড়ে তুলবো – স্বতন্ত্র প্রার্থী আনিছ যারা আগুন দিতে যাবে তাদের পুলিশে দিন: প্রধানমন্ত্রী

বগুড়ায় উপ-নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

বগুড়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল বগুড়া-৬ সদর ও বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে।

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সরঞ্জামাদি সকাল ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রগণযোগ্য নির্বাচন বগুড়াবাসীকে উপহার দেয়ার। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভোটারেরা নান্দনিকভাবে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১০হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট কেন্দ্র ১১২টি। ভোট কক্ষ ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ ও ১ হাজার ৫৫৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ৬ জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। পরে তিনি দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন। এই ৭ সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় উপ-নির্বাচন : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

আপডেট সময় : ১১:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

আগামীকাল বগুড়া-৬ সদর ও বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনের উপ-নির্বাচন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে শেষ করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমসহ ভোটের নানা সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছে।

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সরঞ্জামাদি সকাল ১১টায় শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রগণযোগ্য নির্বাচন বগুড়াবাসীকে উপহার দেয়ার। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভোটারেরা নান্দনিকভাবে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়,বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১০হাজার ৭৪৩ জন। ভোট কেন্দ্র হবে ১৪৩টি ও কক্ষ থাকবে ১ হাজার ১৭টি। এ আসনে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ১৭ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ হাজার ৩৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট কেন্দ্র ১১২টি। ভোট কক্ষ ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা থাকবে ১১২ জন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ ও ১ হাজার ৫৫৪ জন পোলিং কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

গত বছরের ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন ১১ ডিসেম্বর বিএনপির ৬ জন সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একজন দেশের বাইরে ছিলেন। পরে তিনি দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেন। এই ৭ সংসদ সদস্যের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের।