বগুড়ায় ১৮ লাখ টাকায় কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা, গ্রেফতার ১৬
- আপডেট সময় : ১১:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৯ বার পড়া হয়েছে
বগুড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরিক্ষায় প্রক্সি দিয়ে পাশ করে মৌখিক পরিক্ষা দিতে এসে ১২ জন চাকুরিপ্রার্থীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রাতে বগুড়া পুলিশ লাইন্স থেকে ১২ জন পরিক্ষার্থী এবং পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপর চারজন দালালকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার পরিক্ষার্থীরা হলেন, সৈকত মিয়া (১৯) জিসান ইসলাম (১৯) আব্দুল্লাহ আল রাকিব (২০) সিয়াম সরকার (১৯) রতন মিয়া (১৯) আবিদ হাসান (২০) হাসিবুল হাসান ফাইম (১৯) সামিউল ইসলাম সিয়াম (২০) মেহেদী হাসান (১৯) ফজলে রাব্বী (২০) ফুয়াদ আলী (২০) শাহীন আলম(১৯)। গ্রেপ্তার চার দালাল হচ্ছেন বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) এবং রাসেল ২১।
জানা গেছে, বগুড়া জেলায় ৯৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য গত ১৪ অক্টোবর ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরিক্ষার জন নির্বাচিত হন। রোববার সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরিক্ষা শুরু হয়। পরিক্ষা চলাকালে পুলিশ সুপারের কাছে গ্রেফতার ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এসময় তাদেরকে পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরিক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গড়মিল পাওয়া যায়। পরে তারা স্বিকার করে যে দালালদের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে। যার কারণে তাদেরকে লিখিত পরিক্ষায় স্বশরিরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরিক্ষা দিয়ে লিখিত পরিক্ষায় তাদেরকে পাশ করিয়েছে।
ডিবি পুলিশের ইনচার্জ জানান গ্রেফতার ১২ জন প্রার্থীর তথ্যমতে রবিবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২টি চেক ও ৬টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নামে বগুড়া পুলিশ লাইন্সের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে সোমবার বগুড়া সদর থানায় মামলা করেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।