সংবাদ শিরোনাম ::
বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের রিজার্ভ ট্যাংকার মেরামত করার সময় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোঃ ইমরান, মোহাম্মদ সাঈদ, রুবেল, মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে শ্রমিকরা ট্যাংকার মেরামত করতে নেমেছিলেন। ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করে।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।