ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে পুঠিয়ায় সংঘর্ষে গুরুতর আহত ৩
- আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় ফেসবুকে পোষ্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৩জন। রবিবার (১৩ আগষ্ট) রাত্রি ৮টার দিকে উপজেলার শিলামাড়িয়া ইউনিয়নের জগদিশপুর বাঙ্গলপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হলো, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর গ্রামের আব্দুল গফুর প্রাং এর ছেলে জীবন আলম প্রাং (২১), ঘোড়াগাছি গ্রামের শুকুুর আলীর ছেলে রকিব (১৯) ও অমৃতপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে পারভেজ (১৮)। সংঘর্ষে আহত জীবন আলী জানান, রবিবার বিকালে জগদিশপুর বাঙ্গালপাড়া গ্রামের সনি নামের এক কিশোর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে, আমরা যার হাত ধরি সে শক্তিশালী হয়। উক্ত স্ট্যাটাস দেখে একই গ্রামে জাহিদ নামের এক কিশোর প্রতিবাদ করলে তাকে সনি মারধোর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি মিমাংসার জন্য বাঙ্গালপাড়া বাজারের মিঠুর দোকানে রাত্রিতে মিমাংসার জন্য এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সালিশে বসে। সালিশের এক পর্যায়ে সনির পক্ষ নিয়ে সিরাজীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র, লঠিসোট নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। তাদের হামলায় জীবন, রাকিব, পারভেজসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত জীবন, রাকিব ও পারভেজকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা শিকার করে বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।