ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফের অস্থির আশুলিয়া, ৯০ কারখানা বন্ধ ঘোষণা

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে

ফের শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ায় অন্তত ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বাকী কারখানাগুলোতে উৎপাদন চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় হামীম, শারমীনসহ বেশ কয়েকটি পোশাক কারখানার প্রধান ফটকের সামনে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এরই জেরে এখন পর্যন্ত প্রায় ৯০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফের অস্থির আশুলিয়া, ৯০ কারখানা বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৫:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফের শ্রমিক অসন্তোষের মুখে সাভারের আশুলিয়ায় অন্তত ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বাকী কারখানাগুলোতে উৎপাদন চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় হামীম, শারমীনসহ বেশ কয়েকটি পোশাক কারখানার প্রধান ফটকের সামনে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসে। এরই জেরে এখন পর্যন্ত প্রায় ৯০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গত প্রায় ১০ দিন ধরে শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে আশুলিয়ার পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সব পোশাক কারখানায় মালিক পক্ষ উপস্থিত থেকে কারখানা খোলা হলেও দুপুরের পরে বেড়ে যায় অস্থিরতা। এসব কারখানার মধ্যে প্রায় ৩০টি কারখানার শ্রমিকদের দাবি নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে এসব কারখানা ছুটি ঘোষণা করলে অস্থিরতা ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলে।