সংবাদ শিরোনাম ::
ফিরোজায় খালেদা-ফখরুলের বৈঠক
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (২৫ জুলাই) সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এদিন রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। সেখানে পৌনে এক ঘণ্টার মতো ছিলেন তিনি। সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ ও একে ঘিরে উদ্ভূত পরিস্থিতি বেগম জিয়াকে অবহিত করতেই মূলত মির্জা ফখরুল ফিরোজায় যান। এ সময় খালেদা জিয়াও বিএনপি মহাসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে ৮ জুলাই ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।






















