ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে : শরীফ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই চালের বাজার অস্থির, কেজিপ্রতি দাম বেড়েছে ৮ টাকা দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন রাজস্ব আদায় কার্যক্রমে মনোযোগ দেওয়ার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের

পুশইন করা ২ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে বিএসএফ ২৩ জনকে পুশইন করলে দিনাজপুরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে হস্তান্তর করা হলেও ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন। পরে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার (১৬ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারতীয় নাগরিক দুজন হলেন— উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)।

৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসিন্দা ও তারা দুজনে স্বামী-স্ত্রী।

পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। ১৬ জুন সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সকল অপরাধ প্রতিরোধে তারা অবিরত কাজ করে যাচ্ছেন এবং এ বিষয়ে তথ্য প্রদান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুশইন করা ২ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

আপডেট সময় : ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ঠাকুরগাঁও চাপসার সীমান্ত দিয়ে অবৈধভাবে বিএসএফ ২৩ জনকে পুশইন করলে দিনাজপুরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে হস্তান্তর করা হলেও ২ জন ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন। পরে তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার (১৬ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

ভারতীয় নাগরিক দুজন হলেন— উত্তর চব্বিশ পরগনার জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামে তাহাজুর মন্ডলের ছেলে ফজের মন্ডল (২১) ও তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)।

৪২ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের চাপসার বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের অভ্যন্তর থেকে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬ জন শিশু) বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ২১ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয় এবং তাদের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সোপর্দ করা হয়। তবে বাকি দুজনের পরিচয় নিশ্চিত করে দেখা যায়, তারা ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসিন্দা ও তারা দুজনে স্বামী-স্ত্রী।

পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৮৭ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আয়োজন করে। ১৬ জুন সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ওই দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অনুপ্রবেশসহ সকল অপরাধ প্রতিরোধে তারা অবিরত কাজ করে যাচ্ছেন এবং এ বিষয়ে তথ্য প্রদান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।