ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ‘অস্তিত্ব পায়নি’ দুদক

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:২২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি সুধা সদনসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে দুদক।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা সমাজ সেবা অধিদপ্তরের থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়।

আকতারুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুল বিভিন্ন প্রতিষ্ঠানে সূচনা ফাউন্ডেশনে কাগজে-কলমে যে ঠিকানা ব্যবহার করেছেন, সেখানে অভিযান পরিচালনা করে তার অস্তিত্বে খুঁজে পাওয়া যায়নি। মূলত ফাউন্ডেশনের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক আজকের এই অভিযান পরিচালনা করে।

‘সূচনা ফাউন্ডেশন’ নামীয় প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় ‘অটিস্টিক সেল’ ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করেন পুতুল।

এ ছাড়া, সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতা অপব্যবহার করে উক্ত পদে পুতুলকে নিয়োগ দেয়া হয় বলে মনে করে সংস্থাটি।

এর আগে, গত ১২ জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ‘অস্তিত্ব পায়নি’ দুদক

আপডেট সময় : ১১:২২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি সুধা সদনসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে দুদক।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা সমাজ সেবা অধিদপ্তরের থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশনের নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়।

আকতারুল ইসলাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুল বিভিন্ন প্রতিষ্ঠানে সূচনা ফাউন্ডেশনে কাগজে-কলমে যে ঠিকানা ব্যবহার করেছেন, সেখানে অভিযান পরিচালনা করে তার অস্তিত্বে খুঁজে পাওয়া যায়নি। মূলত ফাউন্ডেশনের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক আজকের এই অভিযান পরিচালনা করে।

‘সূচনা ফাউন্ডেশন’ নামীয় প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় ‘অটিস্টিক সেল’ ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করেন পুতুল।

এ ছাড়া, সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। মূলত যোগ্যতা না থাকা সত্ত্বেও মায়ের ক্ষমতা অপব্যবহার করে উক্ত পদে পুতুলকে নিয়োগ দেয়া হয় বলে মনে করে সংস্থাটি।

এর আগে, গত ১২ জানুয়ারি পূর্বাচল নতুন শহর প্রকল্পে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে পুতুল, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক।