ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন-জিনপিংয়ের বৈঠকের তারিখ নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন। জিনপিং-পুতিনের মধ্যকার বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেইজিং জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারা আরও জানিয়েছে, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ সম্পাদন করা হতে পারে।

শুক্রবার (১৭ মার্চ) এক টুইটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, জিনপিংয়ের এ বৈঠকটি হবে ‘বন্ধুত্ব এবং শান্তির জন্য।’

তিনি আরও বলেছেন, ‘কোনো জোট নয়, কোনো শত্রুতা নয় এবং তৃতীয় পক্ষের ওপর কোনো আক্রমণ না করার ভিত্তিতে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্রের প্রচার করে যাচ্ছে।’

বেইজিংয়ের এ শক্তিশালী কূটনীতিক আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যু নিয়ে চীন তার ‘লক্ষ্য এবং ন্যায্য অবস্থান’ ধরে রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাবকে স্বাগত জানান। এরপর তিনি জানান, শান্তি প্রস্তাব নিয়ে তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠক শেষ করে জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন শি জিনপিং। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা আসেনি।

তবে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্টমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের অংশ হিসেবেই এ দুই দেশের পররাষ্টমন্ত্রী ফোনে কথা বলেছেন।

জিনপিং এবং জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবির কাছে প্রশ্ন করা হয়। এর জবাবে কিরবি জানান, যদি তারা দু’জন বৈঠক করেন ‘তাহলে এটি খুবই ভালো হবে।’

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুতিন-জিনপিংয়ের বৈঠকের তারিখ নির্ধারণ

আপডেট সময় : ০৪:৩৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন। জিনপিং-পুতিনের মধ্যকার বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেইজিং জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ মার্চ পুতিনের আমন্ত্রণে মস্কোতে অবস্থান করবেন প্রেসিডেন্ট শি জিনপিং। তারা আরও জানিয়েছে, ‘এ বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ চুক্তি’ সম্পাদন করা হতে পারে।

শুক্রবার (১৭ মার্চ) এক টুইটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, জিনপিংয়ের এ বৈঠকটি হবে ‘বন্ধুত্ব এবং শান্তির জন্য।’

তিনি আরও বলেছেন, ‘কোনো জোট নয়, কোনো শত্রুতা নয় এবং তৃতীয় পক্ষের ওপর কোনো আক্রমণ না করার ভিত্তিতে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্রের প্রচার করে যাচ্ছে।’

বেইজিংয়ের এ শক্তিশালী কূটনীতিক আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যু নিয়ে চীন তার ‘লক্ষ্য এবং ন্যায্য অবস্থান’ ধরে রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এদিকে ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাবকে স্বাগত জানান। এরপর তিনি জানান, শান্তি প্রস্তাব নিয়ে তিনি প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠক শেষ করে জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন শি জিনপিং। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এমন কোনো ঘোষণা আসেনি।

তবে বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্টমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের অংশ হিসেবেই এ দুই দেশের পররাষ্টমন্ত্রী ফোনে কথা বলেছেন।

জিনপিং এবং জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবির কাছে প্রশ্ন করা হয়। এর জবাবে কিরবি জানান, যদি তারা দু’জন বৈঠক করেন ‘তাহলে এটি খুবই ভালো হবে।’

সূত্র: বিবিসি