পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত; আহত ৭
- আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নাইম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে ৭ জন আহত হয়েছে। রোববার (৬ আগস্ট) রাত ১টার দিকে পুঠিয়ার তারাপুরে এই দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাইম পুঠিয়া উপজেলার শাহবাজপুর গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে। আহতরা হলেন, পুঠিয়ার শাহবাজপুর গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে শামিম (৩৫), রবিউলের ছেলে জুয়েল (১৮), মরহুম সাদেকুলের ছেলে তুহিন (২১), মিন্টুর ছেলে সুমন (১৭), হামজালের ছেলে আল আমিন (২১), মুনসুরের ছেলে জিয়াউর (৪০), আবু সাইদের ছেলে রিপন (২৫)।
জানা যায়, রাতে তারা একটি ভ্যানগাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে তারাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানগাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নাইম মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, দুর্ঘটনাটি গভীর রাতে হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।