পুঠিয়ায় দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকার সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে পুঠিয়া থানাধীন শিলমারিয়া ইউনিয়নের পরিষদের সভা কক্ষে ও ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, এমপি, রাজশাহী-৫,(পুঠিয়া-দূর্গাপুর), স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সভাপতি, আওয়ামী লীগ, পুঠিয়া উপজেলা। মোঃ শাহারিয়ার রহিম কনক, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, পুঠিয়া উপজেলা শাখা। মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রলীগ, সভাপতি, রাজশাহী জেলা।
ডাঃ মোঃ আলী মাজরুই রহমান প্রত্যয়, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পুঠিয়া, রাজশাহী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ১২০/১৫০ জন স্থানীয় নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।