পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত

- আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় অটোভ্যানে প্রাণ কোম্পানিতে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সাথী খাতুন (২৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নাটোর-রাজশাহী মহাহড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী খাতুন পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার হিমেল হাসানের স্ত্রী ও নাটোর প্রাণ কোম্পানির নারী শ্রমিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম জানান, সকালে একটি অটোভ্যানে চারজন শ্রমিক নাটোরের প্রাণ কোম্পানিতে কমস্থলে যাচ্ছিলো। পরে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অটোভ্যান উল্টে গিয়ে ৪ জন আহত হয়। পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়েছে। আর আহত তিনজন রামেক চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাক্কারুল ইসলাম।