সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
- আপডেট সময় : ১২:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ১৯ (নভেম্বর) রাত ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নাটোরের প্রাণ কোম্পানির একটি বাস রবিবার রাতে কোম্পানির কর্মচারীদের নামিয়ে ফেরার পথে ধোপাপাড়া ফিট মিলের সামনে মোটরসাইকেলে অজ্ঞাত দুজন দুষ্কৃতিকারী গাড়িটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে মুহূর্তে আগুন ধরে যায় গাড়িতে। তবে গাড়িতে ড্রাইভার ও হেলপার ছাড়া অন্য কেউ না থাকায় হাতাহতের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, তবে এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।