পুঠিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় শাবানা বেগম (৪৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সে পুঠিয়া পূর্ব ধোপাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) সাড়ে আটটার দিকে শাবানা বেগম ছাগল চরাতে বাড়ি থেকে বের হয়। সাড়ে দশটার দিকে প্রতিবেশী মফিজের লিচুর গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় পথচারীরা। পরে তারা তার বাড়িতে খবর দেয়। পরে আত্মীয়রা পুঠিয়া থানায় খবর দিলে ঘটনা স্থলে পুলিশ এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
শাবানার পুত্রবধূ সালমা আক্তার জানান, তার স্বামীকে পৃথক করে দেওয়া নিয়ে সংসারে ঝামেলা হয়। এটা নিয়ে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করেছে বলে মনে হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, শাবানা বেগম সম্পর্কে তার চাচী হন। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।
পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা পরে বলা যাবে।