পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
- আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাছেদ আলী (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক বাছেদ আলী উপজেলার ঝলমলিয়া এলাকার মৃত তছির সরদারের ছেলে। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টার সময় রাজশাহী-নাটোর মহাসড়কের উপজেলা সদরের কৃষ্ণপুর ভাটাপাড়া ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভ্যানচালক বাছেদ আলী তার ভ্যানে করে সিমেন্ট নিয়ে বানেশ্বরের দিকে যাওয়ার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের কৃষ্ণপুর ভাটাপাড়া নামক স্থনে পৌঁছানো মাত্রই রাজশাহী থেকে রংপুরগামী পথের সাথী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ভ্যানচালক বাছেদ আলী ভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী বাছেদ আলীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, ঘাতক বাসটিকে পুঠিয়া সদর থেকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাসেদ আলীর লাশ তাদের কাছে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।