পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের হিড়িক

- আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় শত শত বিঘা তিন ফসলি জমি নষ্ট করে চলছে অবৈধ পুকুর খননের হিড়িক। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল বিলে ৩০ থেকে ৩৫ বিঘা ফসলি জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন করছেন মিলন নামে এক ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, আমাদের এইসব জমিতে অনেক ভালো ফসল হতো কিন্তু তারা এসব জমি কৃষকদের বেশি টাকার লোভ দেখিয়ে কৌশলে তাদের কাছে থেকে হাতিয়ে নিয়ে পুকুর খনন করছে। আর যেসব কৃষক দিতে চাচ্ছেনা তাদের জমি জোর করে পুকুর খনন করছে চক্রটি। এতে আমাদের যেমন কৃষি জমি কমে যাচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আমরা প্রানের ভয়ে তাদের কিছু বলার সাহস পাচ্ছিনা।
স্থানীয় আরো কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, আমাদের এসব জমিতে সোনার ফসল ফলতো। কিন্তু এখন সবগুলো পুকুরে পরিনত হচ্ছে। প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এজন্য আমরা আর কার কাছে যাব ভেবে পাচ্ছিনা। কখনো দিনের আলোতে আবার কখনো রাতের আধারে চলছে এসব অবৈধ পুকুর খনন।
এছাড়া উপজেলার প্রায় সাত থেকে আটটি স্থানে চলছে পুকুর খননের মহাযজ্ঞ। পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় প্রানের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অসহায় কৃষকরা। এদিকে প্রশাসনের নিরব ভূমিকা পালনে আরো মুখ থুবড়ে পড়েছে এসব ফসলি জমি। তবে এসব অসহায় কৃষকের অভিযোগের তীর প্রশাসনের দিকে।
এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর জানান, ফসলি জমিতে পুকুর খননের অভিযোগ পেলে তা বন্ধ করতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে পুকুর খননকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।