• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন

পাহাড়িয়া জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের পাহাড়িয়া জনজাতির ২০ জন সাংস্কৃতিমনা সদস্যের অংশগ্রহণে রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের জামদহ রক্ষাগোলা সংগঠনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মশালার আলোচ্য বিষয় ছিলো পাহাড়িয়া জনজাতির জীবনচক্র, সাংস্কৃতিক উপাদানসমূহ, সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে নেতৃবৃন্দের ভ‚মিকা, রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে সিসিবিভিওর করণীয়।
কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিও’র উর্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা কার্যালয়ের ইনচার্জ মো: নিরাবুল ইসলাম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পাহাড়িয়া বাইশি পরিষদেও সভাপতি রঘুনাথ পাহাড়িয়া, জামদহ রক্ষাগোলা সংগঠনের মোড়ল বাচ্চু পাহাড়িয়া, গোলাই রক্ষাগোলা সংগঠনের মোড়ল ঋষিপদ পাহাড়িয়া, ডাইংপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল পিতর পাহাড়িয়া, নাপিতপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল ইরন পাহাড়িয়া, সিসিবিভিওর মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র সরকার এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ