ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে আবারও সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া সামরিক-প্রযুক্তিগত দিক থেকে প্রস্তুত। তবে তিনি খুব দ্রুত এমন আশঙ্কার কারণ দেখছেন না৷

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া-ওয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া বা ইউক্রেনের ভূখণ্ডে সৈন্য মোতায়েন করলে সেই পদক্ষেপকে যে হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে, সে বিষয়ে মার্কিন প্রশাসন সচেতন৷

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ব্যবহারের জন্যই অস্ত্রের অস্তিত্ব রয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে স্বঘোষিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আওতায় রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগের কথা ভাবেনি বলে তিনি দাবি করেন৷

ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা করতে রাশিয়া প্রস্তুত জানিয়ে পুতিন বলেন, তবে বাস্তবতার ভিত্তিতে সেই সংলাপ চালাতে হবে।

আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে পুতিন (৭১) আরও ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন, এমনটি নিশ্চিত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে গভীর সংকটে পড়েছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনে যুদ্ধ করতে সৈন্য পাঠালে তা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলে বেশ কয়েকবার সতর্ক করেছেন পুতিন।

তিনি বলেছেন, অস্ত্র আছে ব্যবহার করার জন্যই। এ বিষয়ে আমাদের নিজস্ব নীতি আছে।

এখন পর্যন্ত রাশিয়া আর যুক্তরাষ্ট্রই বৃহত্তম পারমাণবিক শক্তি। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশেরও বেশি তাদের নিয়ন্ত্রণে আছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যুদ্ধের দুই বছর পার হওয়ার পরও ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া’

আপডেট সময় : ১১:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে আবারও সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া সামরিক-প্রযুক্তিগত দিক থেকে প্রস্তুত। তবে তিনি খুব দ্রুত এমন আশঙ্কার কারণ দেখছেন না৷

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া-ওয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া বা ইউক্রেনের ভূখণ্ডে সৈন্য মোতায়েন করলে সেই পদক্ষেপকে যে হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে, সে বিষয়ে মার্কিন প্রশাসন সচেতন৷

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ব্যবহারের জন্যই অস্ত্রের অস্তিত্ব রয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে স্বঘোষিত ‘বিশেষ সামরিক অভিযানের’ আওতায় রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগের কথা ভাবেনি বলে তিনি দাবি করেন৷

ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা করতে রাশিয়া প্রস্তুত জানিয়ে পুতিন বলেন, তবে বাস্তবতার ভিত্তিতে সেই সংলাপ চালাতে হবে।

আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে পুতিন (৭১) আরও ছয় বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন, এমনটি নিশ্চিত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে গভীর সংকটে পড়েছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনে যুদ্ধ করতে সৈন্য পাঠালে তা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলে বেশ কয়েকবার সতর্ক করেছেন পুতিন।

তিনি বলেছেন, অস্ত্র আছে ব্যবহার করার জন্যই। এ বিষয়ে আমাদের নিজস্ব নীতি আছে।

এখন পর্যন্ত রাশিয়া আর যুক্তরাষ্ট্রই বৃহত্তম পারমাণবিক শক্তি। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশেরও বেশি তাদের নিয়ন্ত্রণে আছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যুদ্ধের দুই বছর পার হওয়ার পরও ইউক্রেনের এক পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে।