ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি মুক্ত, ৩৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দখলকৃত যাত্রীবাহী ট্রেনটি থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দ্বারা দখলকৃত একটি যাত্রীবাহী ট্রেন থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে।

অভিযান শুরু হওয়ার আগে বিএলএ ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।

বর্তমানে ওই এলাকায় আরও অনুসন্ধান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, যেন আর কোনো হুমকি থাকলে তা নির্মূল করা যায়।

পাকিস্তানি কর্তৃপক্ষসহ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিএলএ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যারা বেলুচিস্তানের জন্য হয় অধিক স্বায়ত্তশাসন নয়তো স্বাধীনতা দাবি করে আসছে। তারা ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের শোষণ করছে এবং একইসঙ্গে প্রদেশটির উন্নয়নকে উপেক্ষা করছে। অতীতে তারা সামরিক ক্যাম্প, রেলস্টেশন এবং ট্রেনের ওপর হামলা চালিয়েছে, তবে এটিই প্রথমবার তারা কোনো ট্রেন ছিনতাই করেছে।

কর্তৃপক্ষের মতে, ট্রেনে কমপক্ষে ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা হুমকি দিয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে তারা জিম্মিদের হত্যা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানে ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি মুক্ত, ৩৩ জঙ্গি নিহত

আপডেট সময় : ১১:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দখলকৃত যাত্রীবাহী ট্রেনটি থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দ্বারা দখলকৃত একটি যাত্রীবাহী ট্রেন থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে।

অভিযান শুরু হওয়ার আগে বিএলএ ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।

বর্তমানে ওই এলাকায় আরও অনুসন্ধান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, যেন আর কোনো হুমকি থাকলে তা নির্মূল করা যায়।

পাকিস্তানি কর্তৃপক্ষসহ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিএলএ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যারা বেলুচিস্তানের জন্য হয় অধিক স্বায়ত্তশাসন নয়তো স্বাধীনতা দাবি করে আসছে। তারা ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের শোষণ করছে এবং একইসঙ্গে প্রদেশটির উন্নয়নকে উপেক্ষা করছে। অতীতে তারা সামরিক ক্যাম্প, রেলস্টেশন এবং ট্রেনের ওপর হামলা চালিয়েছে, তবে এটিই প্রথমবার তারা কোনো ট্রেন ছিনতাই করেছে।

কর্তৃপক্ষের মতে, ট্রেনে কমপক্ষে ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা হুমকি দিয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে তারা জিম্মিদের হত্যা করবে।