পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে এই কাকার
- আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামীকাল রোববার (১৩ আগস্ট) শপথ নেবেন বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এর এই নেতা।
আনোয়ারুল কাকার ২০১৮ সালে বেলুচিস্তান থেকে ছয় বছরের জন্য সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের মার্চে তার মেয়াদ শেষ হবে। একইসঙ্গে তিনি প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন এবং ব্যবসায়ী, উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটিরও সদস্য।
২০১৮ সালে গঠিত হয় বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি)। সিনেটে এই দলের সংসদীয় নেতার দায়িত্বও পালন করেন। পাঁচ বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। তবে মাত্র পাঁচ মাস আগে দলটি তার পরিবর্তে নতুন নেতৃত্ব বেছে নেয়।।
আনোয়ারুল হক কাকার ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বেলুচিস্তান সরকারের মুখপাত্র হিসাবেও কাজ করেছেন।
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকার। ছবি: টুইটার
জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীর জিও নিউজকে বলেন, ‘রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আনোয়ারুলকে দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হয়।’
মীর বলেন, বেলুচিস্তান আওয়ামী পার্টির এই আইনপ্রণেতা পশতুন জাতিগোষ্ঠীর মানুষ। তাই তিনি পশতুন ও বেলুচ উভয়ের প্রতিনিধিত্ব করেন।
পিএমএল-এন ও পিপিপিসহ মূল ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সিনেটরের সুসম্পর্ক রয়েছে। তিনি ২০০৮ সালে জাতীয় পরিষদের নির্বাচনে কোয়েটা থেকে পিএমএল–কিউ–এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আনোয়ারুল ১৯৭১ সালে বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহ জেলার মুসলিমবাগ এলাকায় জন্ম নেন। নিজ শহরে স্কুলে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড কনটেম্পোরারি রিসার্চ (সিএসসিআর) অনুসারে, কাকার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
ইংরেজি, উর্দু, ফারসি, পুশতু, বেলুচি এবং ব্রাহ্বী ভাষায় কাকারের দক্ষতার কথাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ডন ও জিও নিউজ