“পলাশী থেকে শিক্ষা নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের বয়ান নির্মাণের আহ্বান”

- আপডেট সময় : ১০:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, পলাশীর পরাজয়ের জের ধরে বাংলায় একের পর এক যে বয়ান তৈরি করা হয় তা ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের পক্ষে। মুসলমানদের পাঁচশো বছরের শাসনের ফলে প্রতিষ্ঠিত ইতিহাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিমূলক আদর্শকে পাশ কাটিয়ে অনুপ্রবেশ ঘটানো হয় সাম্প্রদায়িকতা ও মুসলিম চেতনাবিরোধী উগ্রবাদিতার। তাঁরা জাতীয় স্বার্থকে রক্ষার জন্য জাতীয় ঐক্যকে অটুট রাখার আহ্বান জানান।
সোমবার বিকেলে নগরীর শাহ মখদুম কলেজ সেমিনার কক্ষে এই আলোচনা সভার আয়োজন করে হেরিটেজ রাজশাহী। এতে প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন গবেষক-লেখক হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকী।“পলাশী-পরবর্তী বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের স্বরূপ” শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক, কলামিস্ট ও গ্রন্থপ্রণেতা সরদার আবদুর রহমান।প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। আলোচনায় অংশগ্রহণ করেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবুল কাসেম, ড্যাব-এর বিভাগীয় সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক ও অধ্যাপক ড. সাহাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, কবি মোস্তাক রহমান ও ছাত্রনেতা মিশকাত মিশু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এএসএম রেজাউল ইসলামপ্রমুখ।বক্তারা পলাশী থেকে শিক্ষা নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানের বয়ান নির্মাণের আহ্বান জানান।