পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয় আমাদের অঙ্গীকারঃ ইউএনও মিজাবে রহমত
- আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে প্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর সে প্রতিষ্ঠানের শিক্ষার মানও ততটা সুন্দর হবে এটাই স্বাভাবিক। সে লক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত উপজেলার প্রতিটি বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের সম্মুখে ফুলের বাগার সৃজন, আশপাশের ঝোপ-জঙ্গল পরিষ্কারকরণ, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করার জন্য সরকারি বিভিন্ন প্রকল্পভুক্ত করে প্রাথমিক বিদ্যালয়সমূহকে সহায়তা প্রদান করে যাচ্ছেন।
উপজেলার প্রাথমিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী ভবন, কক্ষ, চেয়ার, টেবিল, টুল বেঞ্চ, হোয়াইট বোর্ড, ফ্যান, পানির ফিল্টার, ফুলের টপ, সংযোগ সড়ক, সীমানা প্রাচীর, মাঠ, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এসব বিষয়ে প্রয়োজনে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ে গুলো যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য তিনি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ময়লা ফেলার ঝুড়ি দিয়েছেন শিশুরা যেন ঝুড়িতে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে পারে। শ্রেণীকক্ষের ছাদে জানালায় মাকড়সার জাল না থাকে সেজন্যও শিক্ষকদের পরামর্শ দিয়ে থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয় আমাদের অঙ্গীকার। সে লক্ষ নিয়ে কাজ করছি। তিনি জানান-প্রাথমিক স্তরে নতুন প্রজন্মের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে পরবর্তী শিক্ষা জীবনে তা নিশ্চিত করা দুরূহ হয়ে পড়ে। শুধু আনুষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, কাবিং কার্যক্রম, খেলাধুলা ও নৈতিকশিক্ষা কার্যক্রমে কোমলমোতি শিশুদেরকে সম্পৃক্ত করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না। তাই একজন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সরকারের দেওয়া দায়িত্ব পালন করছি।