পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন শরীফ উদ্দিন

- আপডেট সময় : ১২:২০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
আজ রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন।
মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন বলেন, ‘পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন। দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন।’
তিনি বলেন, ‘সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক- এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা। আমি মাহে রমজানে সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’