নৌকার মনোনয়ন পাননি মাহি

- আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।রোববার (১ জানুয়ারি) এ আসনসহ ৬টি আসনে উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান।
৬টি আসনে উপনির্বাচনে ৩টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাসদ এবং ওয়াকার্স পার্টি দেওয়া হয়েছে একটি করে আসন।একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।
এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন আব্দুল ওদুদ, বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, বগুড়া-৪ আসনে মনোনয়ন পেয়েছে জাসদ (ইনু), ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছে ওয়াকার্স পাটি। ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
এর আগে মাহি নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। স্থানীয় সাধারণ মানুষ তাকে নিয়ে বেশ আগ্রহও দেখাচ্ছেন।
মাহিয়া মাহি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের জন্য সাধ্যমতো কাজ করে আসছেন। মনোনয়ন পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।