নিবন্ধন পেল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন
- আপডেট সময় : ০৩:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নিবন্ধন পেয়েছে। ঢাকা জেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এ নিবন্ধন দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিবন্ধন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি কামরুজ্জামান।
কামরুজ্জামান জানান, এটা একটা বড় সুসংবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চার দশকের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার নিবন্ধন পেয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ঢাকা জেলা নিবন্ধন দিয়েছে।
তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর বর্তমান কার্যনির্বাহী কমিটির প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ ছিল নিবন্ধন নিশ্চিত করা। সেজন্য সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে একেবারে নতুন করে সবকিছু শুরু করতে হয়েছে আমাদের। আবেদনের পর নামের ছাড়পত্র গ্রহণ, সবরকম তদন্ত সম্পন্নের পর সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে আজ মিলল চূড়ান্ত অর্জন। যাদের আন্তরিক সহযোগিতায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় এভাবেই এগিয়ে যাবে প্রাণের সংগঠন ক্র্যাব। ইনশা আল্লাহ।