ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বকেয়া বেতন ও ভাতা না দিয়ে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শনিবার (২৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকেরা। পরে পুলিশের আশ্বাসের পর সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন তাঁরা।

জানা যায়, বকেয়া বেতন ও ভাতা নিয়ে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে অবস্থান নেন তাঁরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলছেন, প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী এ পোশাক কারখানায় কাজ করেন। কোরবানি ঈদের আগে শ্রমিকেরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ করলে মালিকপক্ষ ১৫ দিনের বেতন ও ভাতা পরিশোধ করে। বাকি ১৫ দিনের বেতন ও ভাতা পরিশোধ না করে ঈদের পর তিন মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করে দেবেন বলে জানান।

কিন্তু ছুটি কাটিয়ে কারখানায় যোগদান করতে গেলে কারখানার কার্যক্রম বন্ধ দেখা যায়। মালিকপক্ষ শ্রমিকদের জানায়, গ্যাস লাইনের বকেয়া থাকায় কারখানার সংযোগ বন্ধ রয়েছে। সংযোগ এলে কারখানা চালু হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

আপডেট সময় : ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বকেয়া বেতন ও ভাতা না দিয়ে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে শনিবার (২৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকেরা। পরে পুলিশের আশ্বাসের পর সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন তাঁরা।

জানা যায়, বকেয়া বেতন ও ভাতা নিয়ে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে অবস্থান নেন তাঁরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলছেন, প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী এ পোশাক কারখানায় কাজ করেন। কোরবানি ঈদের আগে শ্রমিকেরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ করলে মালিকপক্ষ ১৫ দিনের বেতন ও ভাতা পরিশোধ করে। বাকি ১৫ দিনের বেতন ও ভাতা পরিশোধ না করে ঈদের পর তিন মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করে দেবেন বলে জানান।

কিন্তু ছুটি কাটিয়ে কারখানায় যোগদান করতে গেলে কারখানার কার্যক্রম বন্ধ দেখা যায়। মালিকপক্ষ শ্রমিকদের জানায়, গ্যাস লাইনের বকেয়া থাকায় কারখানার সংযোগ বন্ধ রয়েছে। সংযোগ এলে কারখানা চালু হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।