নারায়ণগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ
- আপডেট সময় : ১১:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো এক যুবকের সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টর থেকে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের পাশে লেকের পানিতে হাত ধোয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয় এক রিকশাচালক। পরে তিনি স্থানীয় আরও কয়েকজনকে ডাক দিলে পলিথিনে মোড়ানো ব্যাগগুলো দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ এসে কালো রঙের তিনটি পৃথক পলিথিন ব্যাগে লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি লিয়াকত আলী বলেন, ওই যুবক অন্তত তিন দিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। হত্যার পর তার দেহের বিভিন্ন অংশ কেটে টুকরো করে পলিথিন ব্যাগে ভরে লেকে ফেলে দেওয়া হয়। তার শরীরের দুটো অংশ এখনও পাওয়া যায়নি।
এদিকে, থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের পৃথক টিম আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি।