নাটোরে শ্রমিককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হেলাল সরদার(৩৮) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় নিহতের ছোট ভাই শিশির সরদারকে(২৩) রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে মো. তোহা জামাদার (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৪ ই মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের ট্রাঙ্কলরি ক্যাভার্ড ভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর থাসার কর্মকর্তা ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হেলাল সরদার(৩৮) উপজেলার খামারনাচকৈড় এলাকার মৃত সাখাওয়াত সরদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চাঁচকৈড় হাটের ট্রাঙ্কলরি ক্যাভার্ড শ্রমিক অফিসের সামনে একদল দুবৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল সরদার ও তার ছোট ভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।
গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, নিহত ব্যক্তির মরদেহ করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণে প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।