নাটোরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- আপডেট সময় : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবীতে নাটোর জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে হাফরাস্তা থেকে থেকে মিছিলটি বের হয়ে রিক্সা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সিনিয়র সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল,যুগ্ন সাধারন সম্পাদক ওমর আলী সহ অন্যান্য নেতৃবিন্দ।
এই সময় বক্তারা বলেন দেশ আজ অন্ধকার যুগে চলছে সব দিকে হাহাকার। নিত্যপণ্যর দাম বেশি অসহনীয় লোডশেডিং এগুলোর প্রতিবাদ করলেই নেতা কর্মিদের জেলে যেতে হয়। কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি না দিলে আরো কঠিন আন্দোলন গড়ে তুলবে নাটোর জেলা যুবদল।