ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

নাটোর প্রতিবেদক //
  • আপডেট সময় : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে।

সোমবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার প্রয়াত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক মুনছের প্রামাণিক (৬০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসাইন বলেন, দুপুর ২টার দিকে নাটোর থেকে কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় ইজিবাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে।

সোমবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার প্রয়াত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক মুনছের প্রামাণিক (৬০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসাইন বলেন, দুপুর ২টার দিকে নাটোর থেকে কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় ইজিবাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা।