• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

নাটোরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাটোর প্রতিবেদকঃ / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় তার নিজ বাসভবনে এই অনুদানের চেক বিতরণ করেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।

সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর দুরদর্শিতার নেতৃত্বে আজ আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। ২০৪১ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি। দেশের কোনো মানুষ কষ্টে নেই। তিনি দেশের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করেছে চলেছেন। অসুস্থ ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান করছেন। যার ফলে মানুষ সেই অনুদনের টাকা দিয়ে চিকিৎসা করছেন।

এ সময় ৮ জন দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ১৩ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ