নাটোরে পুলিশের বাসে বিনামূল্যে ঢাকায় গেল শতাধিক যাত্রী

- আপডেট সময় : ১২:৫৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
বাসের টিকেট সংকটে ঢাকা ফেরত যাত্রীরা হাহাকার করছিলেন। সেই মুহূর্তে তাদের কষ্ট লাঘব করতে পুলিশের দু’টি বাসে ঢাকায় ফেরার ব্যবস্থা করলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
শুক্রবার (১৩ জুন) দুপুরে শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দু’টি বাসের মাধ্যমে ওই যাত্রীদের ঢাকায় ফেরার ব্যবস্থা করে দেন তিনি।
দুপুরে বাস টার্মিনালগুলোতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পরিদর্শনে যান পুলিশ সুপার। এ সময় বাস না পেয়ে টার্মিনালে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষায় বসেছিলেন।
অধিকাংশ যাত্রী বাসের টিকিট পেলেও কিছু যাত্রী কোনো বাসের টিকিট পাননি। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে নিম্ন আয়ের এই মানুষগুলোর জন্য বিনামূল্যে দু’টি বাসের ব্যবস্থা করেন তিনি। পরে দু’টি যাত্রীবাহী বাসে নাটোর থেকে ঢাকায় ফিরেন যাত্রীরা। এতে যাত্রীরাও স্বস্তি বোধ করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার আমজাদ হোসাইন ঢাকা মেইলকে বলেন, বাসস্ট্যান্ডে কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরতে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বাস না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাই মানবিক কারণে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য দু’টি বাসের ব্যবস্থা করা হয়। এই ১২৫-৩০ জন যাত্রীকে দুই বাসে করে গাজীপুরসহ ঢাকার বিভিন্ন গন্তব্য স্থানে পৌঁছে দেবে আমাদের গাড়ি।